করোনা সতর্কতায় ইতিমধ্যে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা গুলি বন্ধ রাখার নির্দেশ জারি করেছে রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধ থাকবে ১৬ থেকে ৩০ মার্চ পর্যন্ত। এবার কোভিড-১৯ এর সতর্কতায় একাধিক নিষেধাজ্ঞা জারি করা হল বেলুড়মঠ কর্তৃপক্ষের তরফ থেকে। নির্দেশিকায় রয়েছে একাধিক বিধি মেনেই মঠে প্রবেশ করা যাবে।
মঠের তরফ থেকে জানানো হয়েছে, যে কেউ মঠে আসলেও দেখা যাবে না সন্ধ্যা আরতি। যে কেউ মঠে আসতে পারেন। কিন্তু একসঙ্গে জড়ো হওয়া যাবে না। দেখা যাবে না সন্ধ্যা আরতিও। এমনিতে সাধারণ দিনে সন্ধ্যা আরতির সময়ে কয়েক হাজার ভক্ত বসে তা দেখেন। আর তা হবে না। ১৪ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। বলা হয়েছে, মঠের মহারাজ ও সন্ন্যাসীরাই ওই আরতি করবেন। সেখানকার প্রেসিডেন্টের কর্মসূচিও বাতিল করা হয়েছে। এমনকী দুপুরের ভোগ বিতরণ বন্ধ রাখা হয়েছে। বন্ধ গেস্টহাউসও। অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা হয়েছে বেলুর মঠ পরিচালিত বেলুড় শিল্পমন্দির-সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান।
আরও পড়ুন-করোনা নিয়ে “গাছাড়া মনোভাব ত্যাগ করতে হবে”,ভিডিও কনফারেন্সে বললেন মোদি





























































































































