করোনাভাইরাস নিয়ে আইসোলেশন ওয়ার্ড তৈরি হচ্ছে উত্তর ২৪ পরগনা জেলায়। বারাসত জেলা সদর হাসপাতালে যুদ্ধকালীন তৎপরতায় তৈরী হয়েছে এই ওয়ার্ড। সেই সঙ্গে আমডাঙা ও ছোট জাগুলিয়া স্বাস্থ্যকেন্দ্রেও তৈরি করা হচ্ছে একই ধরনের ওয়ার্ড। শুক্রবার সেটি তৈরি হয়েছে বারাসত সদর হাসপাতালে। তবে এখনও পর্যন্ত এই রোগ নিয়ে কেউ ভর্তি হয়নি সেখানে। হাসপাতাল সূত্রে খবর, আইসোলেশন ওয়ার্ডে প্রায় ৮০টি বেডের ব্যবস্থা করা হয়েছে। সেইসঙ্গে সবরকম নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, স্বাস্থ্য দফতরের নির্দেশে এই উদ্যোগ নেওয়া। যারা বিদেশ থেকে দেশে ফিরছে তাঁদেরকে এই ওয়ার্ডে রাখা হবে পর্যবেক্ষণের জন্য। ১৪ দিন তাঁদের পরিবারের থেকে সরিয়ে এই ওয়ার্ডে রাখা হবে। যদি এই সময়ের মধ্যে তাঁদের শরীরে করোনার কোন উপসর্গ দেখা যায় তবে তাঁদের কোয়ারেন্টাইন থেকে আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হবে। পরিস্থিতি জটিল হলে কলকাতার আইডি হাসপাতালে পাঠানো হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।





























































































































