করোনা সংক্রমণ রোধে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল সরকার। সোমবার থেকে বন্ধ থাকবে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়। শনিবার নবান্নে মুখ্যমন্ত্রীর দফতর থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি, বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে ৩১ মার্চ পর্যন্ত তবে সূচি মেনেই চলবে উচ্চ মাধ্যমিক, সিবিএসসি এবং আইএসসি পরীক্ষা। কিন্তু স্কুল কলেজের অভ্যন্তরীণ পরীক্ষা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবারই নবান্নে বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন পরিস্থিতির ওপর নজর রাখছে সরকার দরকার হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। সেই মতোই এই সিদ্ধান্ত।































































































































