Media breaking: ‘আজকাল’ পরিচালনায় নয়া কমিটি, নাম নেই অশোক দাশগুপ্তর

0
14

‘আজকাল’ কাগজের মালিকানায় আগেই এসেছিলেন টেকনো ইন্ডিয়ার সত্যম রায়চৌধুরি। মিডিয়ামহলে আজকাল নিয়ে নানা চর্চা লেগেই আছে। সর্বশেষ খবর, আজকাল পরিচালনায় একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গড়ে দিয়েছেন সত্যমবাবু। তাকে বলা হচ্ছে এক্সিকিউটিভ বোর্ড। তাতে রয়েছেন: অশোক দত্ত, শঙ্কু বোস, দেবশ্রী চাড্ডা, অরুণাংশু চক্রবর্তী, ভাস্কর গুপ্ত, সুরজিৎ বিশ্বাস ও কৌশিক সরকার। আজকাল পাবলিশার্সের চেয়ারম্যান হিসেবে সত্যম নোটিশে বলেছেন: প্রশাসনিক, কর্মপদ্ধতিগত ও আর্থিক বিষয়সহ আরও যেকোনো বিষয়ে এরা পদক্ষেপ নিতে পারবে। অর্থাৎ বকলমে সম্পাদকীয় বিভাগকেও এর মধ্যে রাখা হয়েছে বলেই ব্যাখ্যা করা হচ্ছে।

এই উচ্চতাক্ষমতাসম্পন্ন বোর্ডে সম্পাদক অশোক দাশগুপ্ত না থাকায় আজকালে জল্পনা তুঙ্গে। অনেকে বিষয়টিকে কোনো বার্তা হিসেবেও দেখছেন। একটি কাগজ পরিচালনার বোর্ডে সম্পাদক বা এতদিনের প্রাণপুরুষ বা তাঁর কোনো ঘনিষ্ঠকে না রাখাটা চোখে পড়ছে সকলের। সুরজিৎ সেনগুপ্ত বা প্রদীপ দাশগুপ্তকে অনেকে এই বোর্ডে আশা করেছিলেন। এটা সম্মানের প্রশ্নও বটে।

আজকালে টেকনোপন্থী শিবিরের বক্তব্য, কাগজ তো ডুবছিল। সত্যম বাঁচিয়ে রেখেছেন। ফলে যারা দীর্ঘদিন চালিয়ে এসেছে, এখন নতুন বিশেষজ্ঞদের হাতে দায়িত্ব ছাড়ুক তারা। তবে কাউকে অসম্মানের প্রশ্ন নেই।

অন্যদিকে, আদি আজকাল শিবিরের বক্তব্য, মালিক তাঁর মত বোর্ড করতেই পারেন। কিন্তু তাতে একটি এখানকার ঘরানার কাগজকে ছোট থেকে বড় করা বা মসৃণ চালানোর অভিজ্ঞতাসম্পন্ন লোক থাকলে কর্মীদের কাছে আস্থাভাজন হত।

সব মিলিয়ে পরিচালনার বোর্ডকে ঘিরে আজকালের অন্দরমহলের জল্পনা আর আজকালে সীমাবদ্ধ নেই।