করোনার প্রভাবে ডার্বি বন্ধ। ইডেনের ক্রিকেটও বন্ধ। রাজ্য সরকার সক্রিয়। মুখ্যমন্ত্রী সক্রিয়। শিক্ষাপ্রতিষ্ঠান নিয়েও ভাবনাচিন্তা চলছে। যেখানে জমায়েত বেশি, সেসব বন্ধ রাখার চেষ্টা। সংক্রমণ যাতে না ছড়ায়।
তাহলে আপাতত পুরভোট পিছিয়ে দেওয়ারও সিদ্ধান্ত দরকার। কারণ 19 এপ্রিল পুরভোট করতে হলে এখনই দরকার ঘোষণা। তারপর মনোনয়নপর্ব । তারপর প্রচার। ভোটের জন্য মিটিং, মিছিলে জমায়েত। নিরাপত্তাবাহিনীর জমায়েত ও মোতায়েন। এসবও তো আপাতত হতে দেওয়া যায় না। শুধু 90 মিনিটের ফুটবল বন্ধ হবে আর বাকি সবকিছু চলবে, তা কী করে হবে?
যদি খেলা বন্ধ হয়, স্কুলকলেজ বন্ধ হয়, জমায়েত বন্ধ হয়; তাহলে ভোটযজ্ঞের বিপুল জমায়েতের ঝুঁকি ঠিক হবে কি?































































































































