একজন করোনায় আক্রান্ত, বাকি ৭০০ জনকে কোয়ারেন্টাইন করল নয়ডার অফিস

0
5

নয়ডার লেদার ম্যানুফাকচারিং কোম্পানিতে এক কর্মীর শরীরে ধরা পড়েছে নভেল করোনাভাইরাস। যার জেরে ওই কারখানার ৭০০ জন কর্মী নিজেদের বাড়িতে কোয়ারেন্টাইন হয়ে আছেন।
করোনায় আক্রান্ত ৪৬ বছরের ওই ব্যক্তি দিল্লির বাসিন্দা। কিছুদিন আগে তিনি সুইজারল্যান্ড ও ইতালি সফরে গিয়েছিলেন। বিদেশেই ওই ব্যক্তির দেহে করোনাভাইরাসের সংক্রমণ হয়েছিল বলে চিকিৎসকদের ধারণা। তিনি এখন দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি আছেন। ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাস ধরা পড়ার পরেই পুরো কারখানাকে জীবাণুমুক্ত করা হয়েছে।
৭০০ জন কর্মীকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার কথা বলেছে কারখানা। ইতিমধ্যে করোনার জেরে স্থগিত করা হয়েছে একাধিক খেলা। শুক্রবার দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া বলেন, “ক্রিকেট খেলা দেখতে অনেকে জড়ো হন। কে কোথা থেকে আসছেন তা জানার উপায় নেই। একজনের করোনাভাইরাস সংক্রমণ হলেই অনেকের দেহে ছড়িয়ে পড়তে পারে।” করোনাভাইরাসের থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন দেশ যৌথভাবে খরচ করছে ১৩ হাজার কোটি ডলার। যদিও ট্রাম্প প্রশাসন এবং জার্মানি এখনও পর্যন্ত বড় কোনও পদক্ষেপ নেয়নি।

আরও পড়ুন-করোনা আতঙ্ক: নিষেধ-নির্দেশিকা সুপ্রিমকোর্ট থেকে বিধানসভা