করোনা রুখতে সার্ক দেশগুলিকে একজোট হওয়ার ডাক মোদির

0
4

বিশ্ব এখন নভেল করোনাভাইরাসের বিপদের সঙ্গে লড়াই করছে। এই গভীর বিপদের সময় নিজেরা ঐক্যবদ্ধ থেকে সমস্যার সঙ্গে যুঝতে হবে। শুক্রবার করোনার বিপদ মোকাবিলায় সার্কগোষ্ঠীভুক্ত সব দেশের কাছে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় বিশ্বের বিপুল অংশের মানুষ বাস করেন। এদের সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব ও চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় সার্কের সব দেশেরই নিজেদের মধ্যে যোগাযোগ রেখে কাজ করা উচিত। একজোট হয়ে বিপদের সঙ্গে লড়াই করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।