আইবি আফিসার অঙ্কিত শর্মা খুনে জালে ‘নানহে’

0
6

আইবি আফিসার অঙ্কিত শর্মা খুনে গ্রেফতার নানহে ওরফে সলমন। অভিযোগ, এই হত্যাকাণ্ড সম্পূর্ণ পূর্বপরিকল্পিত। অঙ্কিত যে গোয়েন্দা সংস্থার কর্মী এবং তিনি দিল্লির হিংসা নিয়ে খোঁজখবর নিচ্ছিলেন সেটা জানতেন নানহে। তার জেরেই এই হত্যা কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।
২৪ ফেব্রুয়ারি দিল্লি হিংসার সময়ে আইবি আফিসারকে খুনের আগে ১৪বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল। অভিযোগ, এরপর আপ নেতা তাহির হোসেনের বাড়িতে রেখে পরে তাঁকে নিয়ে যাওয়া হয় উত্তর-পূর্ব দিল্লির চাঁদবাগে। সেখানে বাড়ির কাছের একটি নালাতে অঙ্কিতের দেহ ফেলে দেওয়া হয়। হত্যাকাণ্ডের ভিডিও দেখে নানহে-কে চিহ্নিত করা হয়। গত সপ্তাহেই হত্যাকাণ্ডের অভিযোগে আম আদমি পার্টির নেতা তাহির হোসেনকে গ্রেফতার করা হয়।