বৈশাখীর কাছে শুধুই শোভনের স্বাস্থ্যের খবর নিলেন মুখ্যমন্ত্রী!

0
5

নবান্নে শোভন বান্ধবী বৈশাখীর সঙ্গে কী কথা হলো মুখ্যমন্ত্রীর? বৈশাখী প্রকাশ্যে তাঁর কলেজের সমস্যা নিয়ে আলোচনার কথা বললেও আসলে যে ‘ঘর ওয়াপসি’ নিয়ে দীর্ঘ কথা হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। কলেজ সমস্যা বাস্তবে ‘কেমোফ্লেজ’। এই অসময়ে শোভনকে বিপক্ষ শিবিরে মোটেই দেখতে চাইছেন না নেত্রী। ফলে কোন সূত্রে, কোন ফর্মুলায় এই সমস্যা মেটানো যায়, সে নিয়ে কথা হয়েছে। কিন্তু সমাধান সূত্র এখনও বেরিয়ে আসেনি। তার জন্য আরও কিছুদিনের অপেক্ষা।

শোনা যাচ্ছে নবান্নের আলোচনায় নেত্রী শোভনের শরীর স্বাস্থ্য নিয়ে জানতে চান। ঠিকমতো ওষুধ খাচ্ছেন কিনা, হঠাৎ হাঁটা কেন বন্ধ করলেন, এইসব বিষয়। এছাড়া করোনা হানার কথা মনে করিয়ে দিয়ে সাবধানে থাকারও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু পুর ভোটের মুখে এই বৈঠক কতখানি কার্যকরী হয়, সেটাই বোঝা যাবে আগামী কয়েক দিনে।