ফের বেড়াতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এরাজ্যের এক পরিবারের মোট ৫ জনের। দোলের দিন সোমবার তমলুকের ব্যবত্তাহাট এলাকার বাসিন্দা শ্রীকান্ত মাইতি মেয়ের বাড়ি দিল্লি যান। বৃহস্পতিবার তাঁদের তমলুকে ফেরার কথা ছিল। বুধবার, উত্তরপ্রদেশের ছারিয়া এটোয়া অঞ্চলে জাতীয় সড়কে উল্টো দিক থেকে একটি লরির সঙ্গে মাইতি পরিবারের গাড়ির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান গাড়ির চালক-সহ ৫ জন। পুলিশ সূত্রে খবর, তমলুকের বাড়িতে মরদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।