বিমার সুবিধা মিলবে করোনা আক্রান্তদের

0
3

করোনা আক্রান্তরা এবার পাবেন বিমার সুবিধা। করোনাভাইরাসকে মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। দেশে আক্রান্তের সংখ্যা ৭৩। এই পরিস্থিতিতে দেশের সমস্ত বিমা সংস্থাকে নোটিস পাঠাল ইনস্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (আইআরডিএ)।

আইআরডিএ-এর ওই নির্দেশিকায় বলেছে, নভেল করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে যদি যাঁদের বিমা করা রয়েছে, তাহলে তাঁর খরচ বিমা সংস্থাকে বহন করতে হবে। গত ৪ মার্চ জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ওই দিন থেকেই তা কার্যকর করতে হবে। কেউ যদি হাসপাতালে ভর্তি হওয়ার আগে কোয়ারেন্টাইনে থাকেন তাহলে সেই খরচও বহন করতে হবে বিমা সংস্থাগুলিকে। এতদিন পর্যন্ত বিমা সংস্থাগুলি যে যে রোগের জন্য কভারেজ দিত সেই তালিকায় করোনা ছিল না। কিন্তু এই অবস্থায় যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে আইআরডিএ।