নভেল করোনাভাইরাসের সংক্রমণকে প্যানডেমিক তথা বিশ্ব জুড়ে মহামারি ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সুবিশাল ভৌগোলিক এলাকা অর্থাৎ একাধিক মহাদেশে যখন একসঙ্গে রোগে সংক্রমণ দেখা যায় তখন তাকে প্যানডেমিক বলা হয়। গ্রিক শব্দ প্যান এর অর্থ সবাই এবং ডেমোস মানে মানুষ। বুধবার ভারতীয় সময়ে রাত দশটা নাগাদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হু জানিয়েছে, এখনও পর্যন্ত নভেল করোনাভাইরাসের প্রকোপে গোটা বিশ্বে মৃত্যু হয়েছে ৪৩০০ মানুষের। তাই চরিত্রগত ভাবে একে এখন প্যানডেমিক তথা বিশ্বজোড়া মহামারি বলা যেতে পারে।
হু-র চিফ টেড্রোস অ্যাডানম একটি সাংবাদিক বৈঠকে বলেন, “প্রতি মুহূর্তে এই রোগের ওপর নজর রাখা হচ্ছে। যে তীব্রতায় এখন সংক্রমণ ছড়াচ্ছে তা যথেষ্ট উদ্বেগজনক। সবদিক বিচার করে কোভিড-19 নভেল করোনাভাইরাসের সংক্রমণকে প্যানডেমিক তথা বিশ্বজোড়া মহামারি বলে চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছি।” টেড্রোস আরও বলেন, ‘‘পৃথিবীর মোট ১১৪টি দেশে ছড়িয়ে এই রোগ। আগামী কয়েক দিন ও সপ্তাহে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা এবং মৃতের সংখ্যা লাফিয়ে বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যান্য দেশে এই সংক্রমণ ছড়ানোর সম্ভাবনাও রয়েছে।”
হু-র ডিরেক্টর মাইকেল রায়ান এদিন জানান, “কোনও রোগকে প্যানডেমিক ঘোষণা করার পিছনে কোনও অঙ্ক নেই। করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পরেও দেখা গিয়েছে বহু দেশ যথাযথ সতর্কতামূলক পদক্ষেপ করেনি। আমরা বার বার তাদের সতর্ক করেছি। গুরুত্ব দিয়ে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। সময় নষ্ট করার মতো অবস্থা নেই।”






























































































































