রোদ্দুরের বিরুদ্ধে কালীঘাটেও এফআইআর

0
6

ধারাবাহিক ভাবে রবীন্দ্র গান নিয়ে অশ্লীলতার কারণে এবার কালীঘাট থানায় এফআইআর দায়ের। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ এফআইআর দায়ের করে রোদ্দুর রায়ের নামে ‘অসামাজিক জীবটি’র গ্রেফতারের দাবি জানিয়েছে। রবীন্দ্র গানে অশ্লীল গালাগালি ঢুকিয়ে বেশ কিছুদিন ধরে এই ‘অসামাজিক জীবটি’ সোশ্যাল নেটওয়ার্কে বেসুর-বেতালা গান আপলোড করা শুরু করে। তার অশ্লীলতায় প্রভাবিত হয়ে রবীন্দ্রভারতীর বসন্ত উৎসবে বেশ কিছু যুবক-যুবতী শরীরে-গেঞ্জিতে সেই অশ্লীল শব্দ লিখে ছবি তোলে। এমনকী মালদহের স্কুল পড়ুয়ারা সেই অশ্লীল গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোডও করে। তারপরই শুরু হয় নেটিজেনদের প্রতিবাদ। বেলেঘাটা থানা থেকে শুরু, এবার কালীঘাট থানায় এফআইআর। সকলেই চান রোদ্দুর রায়ের গ্রেফতার।