লেকটাউনের খালে সটান উড়ে গিয়ে পড়ল একটি গাড়ি। বরাত জোর বেঁচে গিয়েছেন চালক। তবে কিছুটা জখম অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। চালকের দাবি, গাড়ির ব্রেক করায় এমন দুর্ঘটনা।
আজ, মঙ্গলবার দুপুরে সল্টলেক পিএনবির কাছে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, তীব্র গতিতে ছুটে যাওয়া ওই গাড়ি ব্রিজের রেলিং ভেঙে সোজা খালের মধ্যে গিয়ে পড়ে। এরপরই স্থানীয়রা গিয়ে উদ্ধার করেন গাড়ির চালক গৌতম বরাটকে। তিনিই গাড়ির মালিক। কসবায় তাঁর বাড়ি। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।