ছিলেন রাজা, হবেন প্রজা: সিন্ধিয়াকে তোপ অধীরের

0
7

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সম্পর্কে কংগ্রেস লোকসভার দলনেতা অধীর চৌধুরি বলেছেন,” উনি লোকসভায় হারলেও কংগ্রেসে রাজার মত ছিলেন। এবার প্রজা হয়ে গেলেন। ভোটে হারজিৎ আছে। একবার হারতেই পারেন। কিন্তু উনি রাজ্যসভায় যেতে চান। লোভ মানুষকে কত নিচে নামায় সেটা দেখা গেল। কংগ্রেস হয়ত সরকার বাঁচাতে পারবে না। কিন্তু মূল্যবোধের রাজনীতি করবে।”