মধ্যপ্রদেশ সংকট: ভোপালে আজ বিজেপির জরুরি বৈঠক

0
4

টালমাটাল অবস্থায় মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার। মাত্র পনেরো মাসেই দলের তীব্র অন্তর্দ্বন্দ্বে সরকার পড়ার উপক্রম। এই অবস্থায় রাজনৈতিক পরিস্থিতির পর্যালোচনায় মঙ্গলবারই শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে ভোপালে জরুরি বৈঠকে বসছে বিজেপি। থাকবেন মধ্যপ্রদেশের সব বিধায়ক ও সাংসদ। কংগ্রেস সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার বিষয়ে কথা হবে। শিবরাজ বলেছেন, বিজেপি এখানে কোনও সরকার ভাঙার কাজ করছে না। কংগ্রেসের এখানকার নেতারাই নিজেদের মধ্যে কোন্দল করে রাজ্যে অস্থিরতা তৈরি করতে চাইছে।