কল্যাণীতে চড়া দর সবুজ-মেরুণ আবিরের

0
3

বেইতিয়া, গঞ্জালেস আর মোরান্ত। সবুজ মেরুণের ট্রায়ো। ওদের দেশে ‘লা টমাটিনো’ উৎসব বা টমাটোর উৎসব বিখ্যাত। সোমবার ওরা এদেশের দোলে মাতলেন। পাশ থেকে এক কর্মকর্তা বলে উঠলেন, মঙ্গলবার জিতলে হোলির দিনে সবুজ-মেরুণ আবিরে ঢাকা পড়ে যাবে ড্রেসিংরুম। আজ কল্যাণীতে আইজলকে হারালেই আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান। সোমবার থেকে ছুটি আর উৎসবের মেজাজ। বাগান সমর্থকরা তাই উত্তেজনার পারদে তা দিয়ে চলেছে। কল্যাণীর মাঠে শুধু শেষ বাঁশী বাজার অপেক্ষা। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট। জিতলে ৩৯। আশপাশে কেউ নেই। দরকার ১৫-র ডার্বির আগে লিগ জয় নিশ্চিত করা। টানা ১৩ ম্যাচ অপরাজিত। কিন্তু মাথায় থাকছে দু’বছর আগে এই দলের কাছে হেরে খেতাব হাত থেকে বেরিয়ে গিয়েছিল। তাই এবার সাবধানী পদক্ষেপ। কিন্তু মনে প্রবল আত্মবিশ্বাস। চলছে আবির কেনার হিড়িক। কল্যাণী চড়া দর সবুজ-মেরুণ আবিরের!!