রাজ্য বামেরা দেরি করলে রাজ্যসভায় প্রার্থী মান্নান? By EBBS Desk - March 9, 2020 0 3 FacebookTwitterPinterestWhatsApp বামেরা যদি সিদ্ধান্ত নিতে দেরি করে, তাহলে রাজ্যসভার পঞ্চম আসনে প্রার্থী হবেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান? এরকম জল্পনা শুরু হয়েছে। তবে মান্নানের বিষয়ে কংগ্রেসে এখনও ঐকমত্য নেই। সেক্ষেত্রে তৃণমূল কি সমর্থন দিতে পারে? অঙ্ক কষা চলছে।