ঠিক ১৭ বছর আগের ঘটনা । ২৩ মার্চ ২০০৩-এ ১০০ কোটি ভারতবাসীর স্বপ্নটা চূর্ণ হতে শুরু করেছিল জাহির খানের প্রথম ওভার থেকেই। বিশ্বকাপ ফাইনালের সেদিন প্রথম ওভারে উঠেছিল ১৫ রান।
আর ৮ মার্চ ২০২০। দীপ্তি শর্মার প্রথম ওভারে উঠল ১৪ রান!
সে বার জোহানেসবার্গে রিকি পন্টিংদের হাতে চূর্ণ হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত। শত কোটির স্বপ্ন ভেঙে চুরমার হয়েছিল সে দিন। রবিবাসরীয় মেলবোর্নেও সেই দিনের অ্যাকশন রিপ্লে ।
সমালোচকরা অবশ্য বলবেন ওয়ানডে ও টি টোয়েন্টি সম্পূর্ণ ভিন্ন ফরম্যাট। কেউ বলবেন , জো’বার্গের সেই ফাইনাল ও মেলবোর্নের আজকের ফাইনালের মধ্যে বিস্তর ব্যবধান। কিন্তু দুটো ফাইনালের মধ্যে মিল এক জায়গাতেই। দুটো ম্যাচই অনেক আগে শেষ হয়ে গিয়েছিল।
ভারতের মহিলারা গোটা টুর্নামেন্টে দাপিয়ে খেললেও মোক্ষম দিনে ভেঙে পড়লেন।
ভারত যার ওপর সবচেয়ে বেশি নির্ভর করেছিল যার ওপর, সেই শেফালি ভার্মা শুরুতে ফিরে যাওয়ায় ছন্দ হারিয়ে যায় গোটা দলের। এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৯৯ রানে। ম্যাচের শেষে হতাশ মুখে হরমনপ্রীত সান্ত্বনা দিচ্ছিলেন শেফালিকে। জো’বার্গেও তো সচিন-সৌরভরা সেদিন বিশ্বাসই করতে পারেন নি ,কেন এমন হলো ।






























































































































