রবীন্দ্রভারতীর ঘটনায় কেন্দ্র-রাজ্যকে আক্রমণ করলেন বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। মেদিনীপুরে বামপন্থী গণসংগঠনগুলির উদ্যোগে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। ভারতের সংবিধান সংশোধিত নাগরিকত্ব আইন বিষয়ে স্মারক বক্তৃতা দিতে গিয়ে কেন্দ্র-রাজ্যে সংস্কৃতি নিয়ে কটাক্ষ করেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন গোটা দেশজুড়ে সংস্কৃতির উন্নয়ন চলছে। সুস্থ সংস্কৃতিকে বাদ দিয়ে এখন একটা লুম্পেন কালচার তৈরি হয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্বের অনিয়ন্ত্রিত কথার পরিণতি দেখা গিয়েছে রবীন্দ্রভারতীতে বলে অভিযোগ করেন বিকাশরঞ্জন।





























































































































