করোনার থাবায় আতঙ্ক ভূস্বর্গেও

0
4

মারণ করোনাভাইরাসের থাবা এবার জম্মু-কাশ্মীরেও! শনিবার কেন্দ্রশাসিত অঞ্চলের প্রিন্সিপ্যাল সেক্রেটারি রোহিত কানসালের একটি টুইট করেন। ওই টুইটে তিনি জানিয়েছেন, ‘‘জম্মু-কাশ্মীরের দু’জন ব্যক্তির উপসর্গ দেখে মনে করা হচ্ছে তাঁদের শরীরে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। রক্ত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পজিটিভ হবে বলেই আশঙ্কা প্রশাসনের।’’ অন্যদিকে করোনা আতঙ্ক নতুন করে প্রভাব ফেলেছে ভূস্বর্গের শিক্ষাঙ্গনেও। মারণ ভাইরাসের আতঙ্কে জম্মু ও সাম্বা জেলার সমস্ত প্রাথমিক স্কুল অনির্দিষ্টকলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-করোনা সংক্রমণ এড়াতে ‘হ্যান্ডশেক’ ছেড়ে “নমস্তে” অভ্যাস করার পরামর্শ মোদির