রবীন্দ্রভারতী কাণ্ডে এবার ময়দানে লালবাজার, তৈরি হলো সাইবার ক্রাইমের বিশেষ টিম

0
2

বসন্ত উৎসবের নামে রবীন্দ্রভারতীর বিশ্ববিদ্যালয়ে চরম অসভ্যতামি। ছাত্রছাত্রীদের বুকে-পিঠে অশ্লীল ভাষা নিয়ে তোলপাড় রাজ্য। এবার সেই বিতর্কে সঠিক তদন্ত করতে ময়দানে নামছে লালবাজার।

কবিগুরুর নামাঙ্কিত শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নামের যে চক্রান্ত এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ দল গঠন করল লালবাজার। ইতিমধ্যেই ৫ বহিরাগত পড়ুয়া ক্ষমাপ্রার্থনা করতে আসার পর তাদের গ্রেফতার করে সিঁথি থানার পুলিশ।

লালবাজার সূত্রে খবর, ভাইরাল ছবির সূত্র ধরে তদন্তে নেমেছেন সাইবার বিশেষজ্ঞরাও। প্রয়োজনে আদালতের পরামর্শ নেবে এই বিশেষ দল। এরপরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে।

উল্লেখ্য, বসন্ত উৎসবকে কেন্দ্র করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কাণ্ডে ইতিমধ্যেই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন উপাচার্য সব্যসাচী বসুরায়। রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় বসন্ত উৎসবকে কেন্দ্র করে কালিমালিপ্ত, তা অবশ্য বলার অপেক্ষা রাখে না। আর এই বিষয়েই রবীন্দ্রভারতী কাণ্ডে উপাচার্যকে কড়া নির্দেশ দিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী বিরাট ক্ষুব্ধ এই ঘটনায়। তাঁর কথায়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসবের নামে বাঙালির গর্বের রবীন্দ্রনাথকে নিয়ে যারা অশ্লীলতা করেছে, তারা বাংলার কৃষ্টি-সংস্কৃতিকে কালিমালিপ্ত করেছে। তিনি আরও বলেন, “কী বলবো। আর কিছু বলার নেই। আমি উপাচার্যর সঙ্গে কথা বলেছি। খুব লজ্জাজনক। কিছু বলার নেই। বাংলাকে কালিমালিপ্ত করছে যারা, তারা আমাদের মাথা নত করে দিয়েছে। আমি কর্তৃপক্ষকে বলছি, এমন কোনও উৎসব করা যাবে না, যেখানে বাইরের কেউ এসে অশ্লীল উৎসব করবে। সাইবার ক্রাইম-এ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন-রবীন্দ্রভারতী কাণ্ড নিয়ে ফের অসভ্যতা রোদ্দুর রায়ের, ভাইরাল ভিডিও