প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি মাসেই ঢাকা যাচ্ছেন ।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ অনুষ্ঠানের সূচনায় মোদির ঢাকা সফরে ভারত-বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে শীর্ষ পর্যায়ে। পাঁচ বছর পর যাবেন মোদি। তাঁর আগের সফরে দু’দেশের মধ্যে স্থলসীমান্ত চুক্তি হয়েছিল। এ বারের সফরে সিএএ-এনআরসি এবং সাম্প্রতিক দিল্লি হিংসা নিয়ে দুদেশের সম্পর্কে কিছুটা হলেও অস্বস্তি তৈরি হয়েছে । কিন্তু সেইসব পিছনে ফেলে মোদির বাংলাদেশ সফরকে সফল হিসেবে তুলে ধরতে মরিয়া সাউথ ব্লক। সূত্রের খবর, এই কারণে গুরুত্বপূর্ণ কোনও ঘোষণা করতে পারেন মোদি। যদিও তিস্তা নিয়ে খুব বেশি এগোবে না দিল্লি । অন্য কয়েকটি নদীর জলের ভাগাভাগি নিয়ে সমঝোতা হওয়ার সম্ভাবনা । সম্প্রতি ঢাকা সফরে এমনই ইঙ্গিত দিয়েছেন বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে , আসন্ন সফরের সব চেয়ে গুরুত্বপূর্ণ দিক হতে চলেছে দু’দেশের মধ্যে আঞ্চলিক সংযোগের নতুন দিক খোঁজা। বাংলাদেশ এবং ভারতের মধ্যে নদীপথে যাতায়াত বাড়ানোর জন্য বেশ কিছু প্রকল্প ঘোষণা হতে পারে।
এরই পাশাপাশি বাংলাদেশের বন্দরগুলিকে ব্যবহার করে ভারতের উত্তরপূর্বাঞ্চলে এলপিজি গ্যাস পাঠানোর নতুন উদ্যোগ নিতে চায় নয়াদিল্লি । মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে বৈঠকে এই বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































