মোহনবাগান ১ (পাপা)
চেন্নাই ১ (কাটসুমি)
কাটসুমির গোল আই লিগে থামিয়ে দিল মোহনবাগানের বিজয়রথ । বৃহস্পতিবার মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়া পিছানোই লক্ষ্য ছিল চেন্নাই শিবিরের। সেই পরিকল্পনা সফল আকবর নওয়াজের দলের ।এ দিন মোহনবাগান ও চেন্নাইয়ের ম্যাচ ১-১ গোলে শেষ হল। ১৫ ম্যাচে সবুজ-মেরুনের সংগ্রহ ৩৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা মিনার্ভা ১৫ ম্যাচে পয়েছে ২৩ পয়েন্ট। এই ব্যবধান কমানো সম্ভব নয় কোনও দলের পক্ষেই। ফলে আই লিগ বাগানে আসা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।
বিরতির ঠিক আগে পাপা দিওয়ারা গোল করে এগিয়ে দেন বাগান-শিবিরকে। ৬৭ মিনিটে কাটসুমি সমতা ফেরান। ডান দিক থেকে জ্যাকসনের পাসে স্তম্ভিত হয়ে যায় বাগান শিবির।
কাটসুমি গোল করে যান। এরপর একাধিক গোল করার পরিস্থিতি তৈরি করেছিল চেন্নাই ও মোহনবাগান দুদলই। প্রথমার্ধে শঙ্কর রায় বাঁচান মোহনবাগানকে। পুরনো দলের বিরুদ্ধে নজর কাড়লেন কাটসুমি। প্রথমার্ধে চেন্নাইয়ের আক্রমণকে নেতৃত্ব দিলেন। গোল করলেন। বিলম্বিত হলেও আই লিগ জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে মোহনবাগান ।





























































































































