পণের জন্য বধূ নির্যাতনের অভিযোগ উঠল ফ্লিপকার্টের কো-ফাউন্ডার শচীন বনশলের বিরুদ্ধে। শচীন সহ তাঁর বাবা, মা ও ভাইয়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন শচীনের স্ত্রী প্রিয়া বনশল।
শচীনের বাবা সত্যপ্রকাশ বনশল, মা কিরন বনশল ও ভাই নিতীন বনশলের বিরুদ্ধে বেঙ্গালুরুর কোরামঙ্গল পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন প্রিয়া। ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ও ৩৪ এই দুই ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রিয়ার অভিযোগ, বিয়ের পর থেকেই অত্যাচার শুরু হয়। প্রিয়ার বাবা তাঁদের বিয়েতে ৫০ লক্ষ টাকা খরচ করেছিলেন। এছাড়াও আলাদা করে শচীনকে ১১ লক্ষ টাকা দিয়েছিলেন তাঁর বাবা। কিন্তু তারপরেও বাপের বাড়ি থেকে আরও টাকা আনার জন্য তাঁর উপর চাপ দেওয়া হত বলে অভিযোগ। এমনকি সম্পত্তিও শচীনের নামে লিখে দেওয়ার জন্য তাঁর উপর চাপ দেওয়া হত বলে অভিযোগ করেছেন প্রিয়া।