মালদহের কর্মিসভা থেকে দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে জেলা নেতৃত্বকে তীব্র ভর্ৎসনা তৃণমূলনেত্রীর। পাখির চোখ বিধানসভা নির্বাচন। তার আগে দলীয় কর্মীদের একজোট হয়ে কাজ করার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস থেকে তৃণমূলে আসা গনি পরিবারের কন্যা মৌসমের হার নিয়েও সুর চড়ান মমতা। তিনি বলেন, মৌসম কাজ করেন, তবু তিনি হারলেন। এরজন্য ঘুরিয়ে দলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছেন তৃণমূলনেত্রী।
এদিন জেলার নেতাদের দায়িত্ব ভাগ করে দেন তৃণমূল নেত্রী। মঞ্চ থেকে সাবিত্রী মিত্রকে ধমক দেন মমতা। তিনি বলেন, “তুমি ঝগড়া করবে না।” তাঁকে শুধুমাত্র মানিকচকের দায়িত্ব দেওয়া হয়েছে।
হাবিবপুর ও গাজোলের দায়িত্ব দেওয়া হয়েছে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকে। জেলা নেতৃত্বকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মালদহে ১২টা বিধানসভা কেন্দ্রে ১০জন নেতা। একসঙ্গে কাজ করলে আগামী বিধানসভা কেন্দ্রে বারোটি আসনই তৃণমূল পাবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। তিনি বলেন, একসঙ্গে লড়াই করলে “জগাই-মাধাই-গদাই” বাংলা থেকে বিদায় নেবে। বিজেপি-কংগ্রেস আঁতাঁত পরাজিত হবে।
আরও পড়ুন-দিল্লির হিংসা ভোলাতেই করোনা আতঙ্ক ছড়ানো হচ্ছে, নাম না করে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর





























































































































