মঙ্গলবার লোকসভায় পেশ হয়েছে ব্যাঙ্কিং সংশোধনী বিল। এই বিল আনেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তবে এদিন পেশ করা গেলেও পাশ করানো যায়নি। এ নিয়ে সীতারমনের তোপ, ছোট আমানতকারীদের সুরক্ষার বিষয়টি বিরোধীরা নিশ্চিত করতে না-চাইলে, সেটা লজ্জার বিষয়। সংশোধনীর মাধ্যমে সমবায় ব্যাঙ্কগুলির নিয়ন্ত্রণ রিজার্ভ ব্যাঙ্কের হাতে তুলে দেওয়াই লক্ষ্য সরকারের। তারা চায়, এর মাধ্যমে যাতে ওই ব্যাঙ্কগুলি আরও শক্তিশালী হয়। সহজ হয় মূলধন পাওয়া। আরও জোরদার হোক পরিচালন ব্যবস্থা। কাজে আরও পেশাদারি মনোভাব আসে। অন্যদিকে, এদিন সংসদে এই বিল পেশ করল কেন্দ্র, সে দিনই এই অর্থবর্ষের এপ্রিল থেকে জানুয়ারি পর্যন্ত ব্যাঙ্ক ও নির্দিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলি ১.৪৩ লক্ষ কোটি টাকার জালিয়াতির কথা জানিয়েছে বলে তথ্য পেশ করল সরকার।
আরও পড়ুন-দেশে আক্রান্ত ২৮, আতঙ্কের কারণ নেই জানালেন হর্ষবর্ধন































































































































