হোলি মিলন উৎসবে যাবেন না মোদি, কী কারণ?

0
10

এবছর হোলি মিলন উৎসবে অংশগ্রহণ করবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। না, এটা তাঁর স্যোশাল মিডিয়া ছাড়ার গিমিকের মতো কোনও খরব নয়।

বুধবার সকালে মোদি নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, করোনাভাইরাস সংক্রমণ আটকাতে এক জায়গায় বেশি মানুষের জমায়েত উচিত নয়। সেরকমই পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সেই কারণেই হোলি মিলন উৎসবে অংশগ্রহণ করবেন না তিনি।
প্রধানমন্ত্রী এর আগের একটি টুইটে লেখেন, ভয়ের কোনও কারণ নেই। করোনাভাইরাস ঠেকাতে দেশ কতদূর প্রস্তুত তা তিনি খতিয়ে দেখেছেন। দেশবাসীর কাছে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। ছোট ছোট পদক্ষেপেই নিজেদের রক্ষা করা যাবে বলে মত মোদির। ঘন ঘন হাত ধোওয়া, হাঁচি বা কাশির সময় মুখ ঢাকার পরামর্শ দিয়েছেন নমো।

আরও পড়ুন-দেশবাসীকে হোলি উৎসব থেকে দূরে থাকার আবেদন অমিত শাহের