দিল্লির পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবারের পরে শুক্রবারও সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানান, দিল্লির স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সরকারের পাশাপাশি হাত লাগিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলিও। তাঁদের ভূমিকার প্রশংসা করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টের সফরের মধ্যেই সিএএ সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তর-পূর্ব দিল্লি। দিল্লির এই ভয়াবহ অবস্থার মধ্যেও প্রথম কদিন মুখ্যমন্ত্রীকে কিছুই বলতে শোনা যায়নি। এনিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েন কেজরিওয়াল।
বৃহস্পতিবার, সাংবাদিক বৈঠকে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ, নিহতদের পরিবারের জন্য সাহায্য ঘোষণা করেন কেজরিওয়াল। শুক্রবার, তিনি জানান হিংসা কবলিত এলাকায় খাবার পৌঁছনোর কাজ শুরু হয়েছে। জল দেওয়া হচ্ছে। এইসব কাজে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন সরকারকে সাহায্য করছে বলে জানান কেজরি। যেসব রাস্তার আলো ভেঙে গিয়েছে, তা মেরামত করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকার বিধায়ক ও নেতারা কাজের তদারকি করছেন।
একই সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী জানান, যাঁদের ঘর পুড়ে গিয়েছে, তাঁদের থাকার জন্য ত্রাণ শিবির চালু করছে সরকার। শনিবারই তাঁদের ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। কার বাড়ি, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার রিপোর্ট ২-৩ দিনের মধ্যে তৈরি করতে পিডবলুডিকে নির্দেশ দেওয়া হয়েছে।
উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে আম আদমি পার্টি প্রধান জানান, দিল্লিবাসীর পাশে আছে সরকার।
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        





























































































































