দিল্লি থেকে ঘরে ফিরলেন আটকে থাকা বাংলার ১৩ শ্রমিক

0
6

অগ্নিগর্ভ দিল্লি। ব্রহ্মপুরী, ভজনপুরা চক, গোকুলপুরী, মৌজপুর-সহ বিভিন্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষে কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। রাজধানীতে হিংসার ঘটনায় ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। এহেন পরিস্থিতিতে দিল্লির শাহদরায় আটকে ছিলেন বাংলার ১৩ জন শ্রমিক। পেটের টানে, রুটি-রোজগারের আশায় বাংলা ছেড়ে দিল্লি গিয়েছিলেন কালাম শেখরা। অশান্ত দিল্লিতে আটকা পড়ে উদ্ধারের আশায় দিন গুনছিলেন তাঁরা।

শুক্রবার তারা ফিরলেন কড়া পুলিশ প্রহরায়। নিউরিতলার মায়েরা জানতে পেরে গিয়েছেন হাওড়া থেকে পুলিশ এসকর্ট করে সড়কপথে ঘরে ফিরিয়ে দিচ্ছে তাঁদের ছেলেদের। তাই চারদিন পর শুক্রবার হেঁসেলে ঢুকেছেন মমতাজ বেওয়ারা। হাতে সময় বেশি নেই। বিকেলের মধ্যেই তৈরি করে ফেলতে হবে ছেলেদের পছন্দের খাবার।

ছেলেদের চিন্তায় রাতের ঘুম চলে গিয়েছিল নিউড়িপাড়াতেও। অবশেষে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিত্বের উদ্যোগে আটকে পড়া ১৩ জন বাঙালি শ্রমিকদের বুধবার রাতের কালকা মেলে তুলে দেওয়া হয়।শুক্রবার সকালে হাওড়া পৌঁছোন তাঁরা। এরপরেই হাওড়া স্টেশন থেকে মুর্শিদাবাদ রওনা হন ওই শ্রমিকরা।