আগামী ১ মার্চ কলকাতার শহিদ মিনারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভা। আইনি জটিলতা এবং দেরি করে পুলিশি অনুমতি মেলায় হাতে একেবারে সময় কম। তার যুদ্ধকালীন তৎপরতায় সভার মঞ্চ বাঁধার কাজ চলছে।
এর আগে দিলীপ ঘোষ-রাহুল সিনহা-জয়প্রকাশ মজুমদারের মতো রাজ্য বিজেপির শীর্ষ নেতারা সভাস্থল পরিদর্শন করেছেন। বঙ্গ বিজেপি নেতারা মনে করছেন ১ লক্ষ মানুষের জমায়েত হবে ওইদিন। মূলত, কলকাতা ও আশেপাশের জেলাগুলি থেকেই সমর্থকরা আসবে বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
দিল্লি হিংসা এবং পুরসভা নির্বাচনের আগে অমিত শাহের এই সমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।




























































































































