আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়তে পারে। তবে দক্ষিণবঙ্গে এখনই আবহওয়ার কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আলিপুর আবহওয়া দফতর। তবে উত্তরবঙ্গে উপভোগ করা যাবে শীতের আমেজ। এমনটাই আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর।
বিগত কয়েকদিনে উত্তরবঙ্গে দার্জিলিং সহ কিছু জায়গাতে তুষারপাত হয়েছে, সেই কারণেই শীত ফিরে এসেছে। বরফের সাদা চাদরে মুড়ে সান্দাকফু, টংলু, ধোত্রে। দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা গিয়েছে সকালে। উচ্ছ্বসিত পর্যটকের ভিড় দেখা গিয়েছে, তুষারপাতের ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে। পাহাড় থেকে সমতল সর্বত্রই ছিল ঝলমলে আকাশ।
বৃহস্পতিবার, কলকাতার সর্বনিম্ম তাপমাত্রা ছিল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ডিগ্রি সেলসিয়ায়। যা স্বাভাবিকের থেকে ২ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪০-৯৬ শতাংশ। কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। শনিবার ৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, বৃষ্টির সম্ভবনা নেই রাজ্যে।
আরও পড়ুন-নিম্নমানের সুতো দিয়ে সেলাইয়ের অভিযোগ, প্রাণ হারাল ১০ দিনের শিশু





























































































































