দলের সাপোর্ট পাননি তাপস, তাতেই আরও ভেঙে পড়েন : বিস্ফোরক শতাব্দী

0
13

অবশেষে প্রয়াত তাপস পালকে নিয়ে মুখ খুললেন সহকর্মী বন্ধু শতাব্দী রায়। “আনন্দলোক” পত্রিকায় তাপস স্মরণ সংখ্যায় তাঁর দীর্ঘ আবেগতাড়িত বক্তব্য অন্য তাপসকে তুলে ধরেছে। এর মধ্যেই বোমা ফাটিয়ে শতাব্দী বলেছেন,” আসলে কাছের মানুষদের এক এক করে সরে যেতে দেখাটা তাপসদা মেনে নিতে পারেন নি।আমাদের মধ্যে উনিই প্রথম তৃণমূল কংগ্রেসে এসেছিলেন। তখন তো দল ক্ষমতাতেও ছিল না।এটা নিয়ে একটা শ্লাঘাবোধ ছিল ওঁর। কিন্তু শেষে যখন দেখলেন সেই সম্মানের জায়গাটা চলে গেল, দলের সাপোর্টও পেলেন না, সেটা ওঁকে মানসিকভাবে আরও ভেঙে দিল। আচ্ছা, কেউ যদি ওঁকে বলত,’ তুমি সাংসদ নয় তো কী হয়েছে, দলের সঙ্গে অন্যভাবে থাকো’; কথাটা কি ওঁর মানসিক জোর একটু হলেও বাড়াতো না? কমিটমেন্ট রাখার দরকার নেই। কিন্তু মুখে অন্তত বললে… আমি জানি , এই লেখা বেরনোর পর অনেকে আমার সমালোচনা করবেন।”
শতাব্দীর এই মূল্যায়ন নিশ্চিতভাবেই দলের লাইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে শতাব্দীর স্মৃতিচারণ যে আন্তরিক এবং বাকি সকলের থেকে আলাদা, তা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। অভিনয়জীবন, রাজনৈতিক জীবন ও ব্যক্তিগতভাবে তাপস ও শতাব্দী ছিলেন ভালো বন্ধু।