লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, দিল্লির হিংসার বলি এখনও পর্যন্ত ২৪, খোলা হল হেল্প লাইন

0
13

দিল্লির হিংসায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মঙ্গলবার রাত পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। বুধবার, বিকেলে সেটাই বেড়ে দাঁড়াল ২৪-এ। পুলিশ সূত্রে খবর, আহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। ৪টি হাসপাতাল ছাড়াও উত্তর-পূর্ব দিল্লির ছোট নার্সিং হোম ও স্বাস্থ্য কেন্দ্রেও আহতদের চিকিৎসা চলছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সীলামপুর, জাফরাবাদ, মৌজপুর, গোকুলপুরী-তে ১৪৪ ধারা জারি করা হয়েছে। জোহরিপুরায় ফ্ল্যাগমার্চ করে পুলিশ। সিআরপিএফ, এসএসবি, সিআইএসএফ এবং পুলিশের যৌথ বাহিনী ফ্ল্যাগমার্চ করে গোকুলপুরীর ভাগীরথী বিহার এলাকায়।

অনুসন্ধানের জন্য দিল্লি পুলিশের তরফে সরকারি ৪টি হাসপাতালে মোতায়েন পুলিশ আধিকারিকদের ফোন নম্বরও প্রকাশ করা হয়। এই নম্বরে ফোন করে আহতদের সম্পর্কে খোঁজ নিতে পারবে তাঁদের পরিবার।

আরও পড়ুন-শেষদিনেও এড়ানো গেল না মাধ্যমিকে প্রশ্ন ফাঁসের অভিযোগ