দিল্লির হিংসায় মৃত্যু বেড়ে হল ২১। আশঙ্কাজনক অনেকেই। পরিস্থিতি পর্যালোচনায় আর কিছুক্ষণ পর বসছে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির অতি গুরুত্বপূর্ণ বৈঠক। থাকবেন অমিত শাহ, অজিত দোভাল। গতকালই দিল্লি পুলিশের বিশেষ কমিশনার পদে আনা হয়েছে দক্ষ অফিসার বলে পরিচিত ও জঙ্গি দমনে পারদর্শী আইপিএস এসএন শ্রীবাস্তবকে। এর আগে তিনি ছিলেন সিআরপিএফে। কাজ করেছেন দিল্লি পুলিশের জঙ্গিদমন শাখার প্রধান হিসাবেও।
এদিকে পরিস্থিতি ‘উদ্বেগজনক’ উল্লেখ করে অবিলম্বে দিল্লিতে সেনা নামানোর দাবি করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছেও তিনি একই আর্জি জানিয়েছেন। কেজরির বক্তব্য, দিল্লি পুলিশ চেষ্টা করছে ঠিকই, তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে তারা এখনও ব্যর্থ। তাদের সম্পর্কে কোথাও একটা পারস্পরিক আস্থার অভাব রয়েছে। তাই এই মুহূর্তে সেনা নামানোই উপযুক্ত পথ।
আরও পড়ুন-রাজধানীতে হিংসার বলি গোয়েন্দা অফিসার! মৃতের সংখ্যা বেড়ে ২১






























































































































