রাতের কলকাতায় চলন্ত বাসে শ্লীলতাহানির শিকার এক কিশোরী। মঙ্গলবার রাতে ২৩৪ রুটের বাসে সঙ্গে উঠেছিল ওই নাবালিকা ও তার কয়েকজন বন্ধু। সেই সময় কনডাক্টরের সঙ্গে বচসা শুরু হয় তাঁদের। সুযোগ বুঝে কিশোরীকে শ্লীলতাহানি করে এক বাসযাত্রী। অভিযুক্তের নাম সুমিতকুমার দে। এদিন লেক থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। তৎক্ষণাত ওই কিশোরীর বন্ধুরা ১০০ ডায়ালে ফোন করে বিষয়টি জানায়। কিছুক্ষণের মধ্যে পুলিশ গিয়ে বাসটি থামায়। গ্রেফতার করা হয় সুমিতকুমার দে-কে।
আরও পড়ুন-কলকাতার স্ট্রিট ফুড দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ, দাবি ডেপুটি মেয়রের




























































































































