জিএসটি ক্ষতিপূরণ মিলবে তো! চিন্তায় রাজ্য

0
5

ফেব্রুয়ারি ও মার্চে জিএসটি বাবদ ক্ষতিপূরণ পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্য পাবে কিনা, তা নিয়ে দুশ্চিন্তায় রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। জিএসটি ক্ষতিপূরণ সেস আদায় চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত মাত্র ১.৫ শতাংশ হারে বেড়েছে। কিন্তু ২১ শতাংশ হারে বৃদ্ধি ধরা হয়েছিল।
মঙ্গলবার সিআইআই আয়োজিত এক অনুষ্ঠানে জিএসটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি বলেন, ফেব্রুয়ারি এবং মার্চে জিএসটি ক্ষতিপূরণ বাবদ অর্থ আদৌ কেন্দ্র রাজ্যগুলিকে দিতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ক্ষতিপূরণ না পেলে রাজ্যগুলি রীতিমতো আর্থিক সঙ্কটে পড়বে বলে আশঙ্কা অর্থমন্ত্রীর। সেক্ষেত্রে অনেক রাজ্যকে ওভারড্রাফটও নিতে হতে পারে। অনুষ্ঠানে অমিত মিত্র তুলে ধরেন, কেন্দ্রীয় কর বাবদ আদায়ের অংশ হিসাবে রাজ্যগুলির প্রাপ্য কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। যার ফলে পশ্চিমবঙ্গের প্রায় ১১ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। ২০১৩-১৪ সালে কেন্দ্রের মোট রাজস্ব আদায়ের সেস ও সারচার্জ ছিল ৬ শতাংশ। বর্তমানে তা বেড়ে হয়েছে ১৮ শতাংশ বলে জানান অমিত মিত্র। কিন্তু সেস, সারচার্জ আদায়ের কিছুই রাজ্যগুলি পাচ্ছে না। জিএসটি ক্ষতিপূরণ বাবদ জানুয়ারি পাওনার গোটাটা বকেয়া রয়েছে। সব মিলিয়ে বকেয়ার পরিমাণ প্রায় ২,৪০০ কোটি টাকা। পরিকাঠামো ছাড়াই কেন্দ্রের জিএসটি চালু করার সমালোচনা করেন অর্থমন্ত্রী।

আরও পড়ুন-ডাক্তারবাবু হেরে হেরে হারাধন হয়ে গিয়েছে! সূর্যকান্তকে বেনজির আক্রমণ দিলীপের