আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবার হেরেছে ভারত৷ সোমবার বেসিন রিজার্ভে কিউয়িবাহিনীর কাছে ১০ উইকেটে পর্যুদস্ত হয়েছে টিম ইন্ডিয়া৷এরপরই বিরাটদের আত্মসমর্পণের সমালোচনা করেন প্রাক্তনরা৷ এবার মুখ খুললেন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিলদেব৷বিরাটের দল নির্বাচন নিয়েই প্রশ্ন তুললেন তিনি৷প্রথম একাদশে বার বার পরিবর্তন, ফর্মে থাকা ক্রিকেটারকে বাইরে রেখে টেস্ট ম্যাচের দলগঠনে বিরক্ত দেশের প্রাক্তন অধিনায়ক কপিলদেব।
বিস্মিত কপিল বলেছেন, দলে কেন এত পরিবর্তন? দল এমনভাবে তৈরি করা হোক, যাতে ক্রিকেটাররা আত্মবিশ্বাস পায়। একাধিক পরিবর্তনের কোনও অর্থই নেই। টিম ম্যানেজমেন্ট ফরম্যাট ভিত্তিক ক্রিকেটারদের দলে নেওয়ার পক্ষপাতী। লোকেশ রাহুল দারুণ ফর্মে ছিল। কিন্তু টেস্ট সিরিজে ওকে বাইরে রেখেই দল তৈরি হচ্ছে। কোনও ক্রিকেটার যখন ফর্মে রয়েছে, তখন তো তাকে খেলানোই উচিত।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে রাহুল ২২৪ রান করেন।ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ থেকে রাহুলের সংগ্রহ ২০৪ রান। এই পারফরম্যান্সের পরেও রাহুলের জায়গা হয়নি টেস্ট সিরিজে। কিউয়িদের সামনে দাঁড়াতেই পারেনি ভারতীয় দল।
কপিল বলেছেন, আমরা যদি ম্যাচটা খুব ভাল করে বিশ্লেষণ করি, তা হলে বলব দলে এতগুলো পরিবর্তন কেন আনা হচ্ছে। প্রতিটি ম্যাচেই নতুন দল খেলতে নামছে। দলে কারওরই জায়গা পাকা নয়। কারওর জায়গা যদি দলে নিশ্চিত না হয়, তা হলে তা সংশ্লিষ্ট ক্রিকেটারের ফর্মকেই প্রভাবিত করে।
ভারতের ব্যাটিংয়ে গভীরতা রয়েছে। বিরাট কোহালি, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানের মতো ব্যাটসম্যান আছে দলে। কপিল বলেছেন, ব্যাটিং অর্ডারে বড় বড় সব নাম। দুটো ইনিংসে যদি দুশো রানও না হয়, তা হলে জেতা সম্ভব নয়।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.






























































































































