রাইসিনা হিলসে রাজকীয় সংবর্ধনা, রাজঘাটে শ্রদ্ধা জ্ঞাপন সস্ত্রীক ট্রাম্পের

0
8

ভারত সফরের দ্বিতীয় দিনে ঠাসা কর্মসূচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মঙ্গলবার সকালে রাইসিনা হিলে রাষ্ট্রপতি ভবনে সস্ত্রীক যান মার্কিন রাষ্ট্রপতি। তাঁকে স্বাগত জানান রাষ্ট্রপতী রামনাথ কোবিন্দ। সঙ্গে ছিলেন সবিতাদেবীও। ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ট্রাম্পকে সেখানে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।
রাষ্ট্রপতি ভবন থেকে রাজঘাটে পৌঁছন ডোনাল্ড ট্রাম্প। মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি। এরপরে ভিজিটরস বুকে তাঁর প্রতিক্রিয়া লেখেন ট্রাম্প। তাঁকে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তি উপহার দেওয়া হয়। এরপর হায়দরাবাদ হাউসে মোদির সঙ্গে একান্ত বৈঠক ট্রাম্পের।

আরও পড়ুন-দিল্লির হিংসায় মৃত্যু বেড়ে ৭, অমিত শাহর সঙ্গে বৈঠকে কেজরি