রাজ্য রাজ্যসভার ভোট By EBBS Desk - February 25, 2020 0 3 FacebookTwitterPinterestWhatsApp রাজ্যসভার ভোট। দেখার বিষয় এই ভোটে বিজেপি তাদের শক্তি বাড়িয়ে নিতে পারে। রাজ্যসভার সচিবালয় সূত্রে খবর, আগামী ১এপ্রিল রাজ্যসভার ৫৫টি আসন খালি হচ্ছে। সেই শুন্য আসনে ভোট আগামী ২৬ মার্চ। এরমধ্যে পশ্চিমবঙ্গের ৫টি আসনে ভোট হবে।