মায়াঙ্ককে দেখে ভারতীয়রা ব্যাটিং শিখুক!

0
2

বেসিন রিজার্ভে একমাত্র হাফ সেঞ্চুরি মায়াঙ্ক আগরওয়ালের। ভারতের আর কেউ পঞ্চাশের উপর পৌঁছতেই পারলেন না! ৯৯ বলে ৫৮, দ্বিতীয় ইনিংসে। আর সেই ব্যাটিং দেখেই নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা বলছেন, ভারতীয়রা মায়াঙ্কের থেকে ব্যাটিং শিখুক। প্রথম ইনিংসে ৮৪ বলে ৩৪ করেছিল। সামান্য ভুলে আউট হয়। কিন্তু ম্যাচে সে তো হতেই পারে। ও যেভাবে খেললো তা দেখে অন্যদের শেখা উচিত। অথচ ও সবে আন্তর্জাতিক ক্রিকেটে এসেছে। অন্যদের চেয়ে নবীন। নিউজিল্যান্ডের পিচে পরিস্থিতির জন্য অপেক্ষা করতে হবে। দরকার ধৈর্য। আর যথাযথ টেকনিক। পরপর দু’ ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানরা একই ভুল কী করে করলেন, বিশেষত পৃথিবী সেরারা, তা দেখে বিস্মিত স্কট স্টাইরিশ।