এ যেনো পুনর্জন্ম। বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন ভারতীয় নৌবাহিনীর মিগ-২৯কে বিমানের পাইলট ক্যাপ্টেন এম শেওখান্দ ও কম্যান্ডর দীপক যাদব। রবিবার সকালে মহড়া চলার সময় গোয়ায় ভেঙে পড়ে বিমান। বিমান ভেঙে পড়লেও প্রাণে বেঁচে গিয়েছেন পাইলট ও কম্যান্ডর।
নৌবাহিনী টুইটে জানিয়েছে, ১০৩০এইচ মিগ-২৯কে বিমানটি ভেঙে পড়ে। পাইলট এবং কম্যান্ডর কোনও ক্ষতি হয়নি। মিগটি ট্রায়াল ভার্সনের ছিল বলে জানিয়েছে নৌবাহিনী। একটি পাখি ডানদিকের ইঞ্জিনে ধাক্কা খাওয়াতেই বিপত্তি ঘটে।
গতবছর নভেম্বর মাসে একই ঘটনার সাক্ষী থেকেছিল গোয়ার ডাবলিমের নৌঘাঁটি। মহড়া চলার সময়ে ভেঙে পড়েছিল মিগ-২৯কে ফাইটার জেট। তবে এবার সময় মতো বেরিয়ে আসায় প্রাণ বাঁচল পাইলট ও কম্যান্ডরের।
আরও পড়ুন-বাহুবলী’ ট্রাম্প, মেলানিয়া তাঁর জেঠিমা! মার্কিন প্রেসিডেন্টের টুইট ঘিরে বিতর্ক































































































































