শেরপা কালচারাল ডেভেলপমেন্ট বোর্ডের পঞ্চম বর্ষ পূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা নিয়ে হাজির শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শনিবার, দার্জিলিঙের চৌরাস্তায় আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিনয় তামাং। পরে উপস্থিত হন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাহাড়ের উন্নয়নের লক্যেক্ একাধিক উন্নয়ন বোর্ড তৈরি করেন মুখ্যমন্ত্রী। এই বোর্ড গুলির মধ্যে অন্যতম শেরপা বোর্ড এদিন পাঁচ বছরে পা দিল। এই উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান বিনয় তামাং, পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন দার্জিলিং জেলাশাসক দীপা প্রিয়া পি, অনুগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি এস কে থাড়ে সহ অন্যান্য বোর্ডের চেয়ারম্যানেরা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোর্চা নেতা বিনয় তামাং বলেন, মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় পাহাড়ে সমস্ত জনজাতির উন্নয়নের লক্ষ্যে ১৪ টি বোর্ড করা হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায় বলেন, “এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমিও আনন্দিত। রাজ্য সরকারের প্রতিনিধি হয়েই আমি এসেছি। মুখ্যমন্ত্রী শেরপা বোর্ডের জন্য শুভেচ্ছা পাঠিয়েছেন। এই বোর্ড খুব ভালো কাজ করছে। আগামীতে আরও ভালো কাজ করবে বলে আমরা আশাবাদী”।
শেরপা বোর্ডের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠানে আয়োজন করা হয়। এছাড়াও শেরপা সম্প্রদায়ের মূল উৎসব লোশার ঘিরেও আনন্দে মেতেছেন পাহাড়বাসী।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































