রাজস্থানের বিখ্যাত রণথম্ভোর জাতীয় উদ্যান থেকে ২৬টি বাঘ নিখোঁজ হয়ে গিয়েছে। এমনই চাঞ্চল্যকর দাবি করে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী প্রকাশ জাভরেকরকে চিঠি লিখলেন বিজেপি সাংসদ তথা ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির (এনটিসিএ) সদস্য দিয়া কুমারী।
চিঠিতে তিনি এই বিষয়ে তদন্ত করারও আর্জি জানিয়েছেন। সাংসদ লিখেছেন, ইতিমধ্যেই সোয়াই মাধোপুরে অবস্থিত ওই জাতীয় উদ্যান থেকে বাঘেদের নিখোঁজ হওয়ার রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এ নিয়ে উদ্যানের কর্মচারী-আধিকারিকদের মধ্যেও চরম উদাসীনতা তিনি লক্ষ্য করেছেন।
তাঁর কথায়, “জাতীয় উদ্যানে বিলুপ্তপ্রায় প্রাণীদের সংরক্ষণের ব্যবস্থা করা হয়। কিন্তু, এখানে (রণথম্ভোর) প্রাণীর সংখ্যা আরও কমে যাচ্ছে।’ অবিলম্বে চোরাশিকারিদের চিহ্নিত করে তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করার আর্জি জানাচ্ছি”।































































































































