মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ এক ঘণ্টার বৈঠকে রাজভবন ও নবান্নের মধ্যে সম্পর্ক সহজ ও স্বাভাবিক হয়েছে। তা নিজেই জানালেন রাজ্যপাল। উত্তরবঙ্গে সাংবাদিকদের মুখোমুখী হয়ে জগদীপ ধনকড় বলেন, ‘‘বিগত ছ’মাসের পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতির মধ্যে আসমান জমিন ফারাক। তা গণতন্ত্রের পক্ষে যথাযথ। আমি সেই গণতন্ত্রের কথা মাথায় রেখেই বলব, রাজ্যে পুর ভোট যেনো হিংসামুক্ত হয়।
শুক্রবার শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘রাজ্য সরকারের সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল না। কিন্তু এখন আমাদের মধ্যে মিষ্টিমধুর সম্পর্ক রয়েছে। কারণ এখন আমাদের মধ্যে সুন্দর বোঝাপড়া রয়েছে। শেষ কয়েকদিন আমার সঙ্গে মুখ্যসচিব সহ পার্থ চট্টোপাধ্যায়,অমিত মিত্র দেখা করেছেন। শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। তাই এখন আর কোনও সমস্যা নেই। আর যে কোনও সমস্যা সমাধানের জন্য আলোচনাই একমাত্র পথ।’’





























































































































