আরএসএস কর্মীদের ন্যাশনালিজম শব্দ ব্যবহার করতে নিষেধ করলেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবৎ। বৃহস্পতিবার রাঁচির এক অনুষ্ঠানে সঙ্ঘ কার্যকর্তাদের উদ্দেশে ভাগবতের বক্তব্য, নেশন বলুন, ন্যাশনাল বলুন কোনও সমস্যা নেই, কিন্তু ন্যাশনালিজম শব্দটি ব্যবহার করা ঠিক নয়। কারণ তাতে অ্যাডলফ হিটলার ও নাৎসিবাদের কথা মনে পড়ে যায়। এই প্রসঙ্গে ভাগবৎ বলেন, ব্রিটেন সফরে প্রথম তাঁকে এই বিষয়ে সচেতন করেন ওখানকার এক কার্যকর্তা। তিনি বলেছিলেন, ব্রিটেনে ন্যাশনালিজমকে লোকে হিটলার, ফ্যাসিবাদ ও নাৎসিবাদের সমার্থক মনে করে। তাই এই শব্দ ব্যবহার করা উচিত নয়।
মোহন ভাগবৎ বলেন, মৌলবাদই দেশের অস্থিরতার মূলে। কিন্তু আমাদের দেশের নীতি হল কারুর দাস হব না, কাউকে দাস বানাব না। মহাভারতে পান্ডবরাজ যুধিষ্ঠির একথা বলেছিলেন। ভারতের সংস্কৃতি হল হিন্দু সংস্কৃতি। ধর্ম, ভাষা, সংস্কৃতিতে নানা বৈচিত্র্য থাকা সত্ত্বেও প্রত্যেক নাগরিক একে অপরের আত্মীয়, ঐক্যবদ্ধ। এই ঐক্যের সূত্রই হচ্ছে হিন্দুত্ব, যা মনে করে বসুধৈব কুটুম্বকম। ভারত শক্তিশালী হলেই বিশ্বের মঙ্গল।





























































































































