ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের 125 বছর উপলক্ষে শিবরাত্রির শুরুতে বিরাট ধর্মীয় শোভাযাত্রা বের হলো কলকাতায়।বুধবার বেলা একটা নাগাদ কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় থেকে এই ধর্মীয় শোভাযাত্রা বের হয় ।রাসবিহারী এভিনিউ, আশুতোষ মুখার্জি রোড হয়ে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়ে শোভাযাত্রা শেষ হয় ।

সেখানেই 125 বছর পূর্তি অনুষ্ঠানের সূচনা হয় । শোভাযাত্রায় ছিল ছৌ নাগাদ, লাঠিখেলা, ছোরা খেলা সহ বাঙলার নানা সংস্কৃতি ও কসরতের বাহার।

সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, স্বামী প্রণবানন্দ চেয়েছিলেন গরীব ও পিছিয়ে পড়া মানুষদের স্বনির্ভর ও স্বাধীন করে তুলতে। সেই আদর্শেই প্রণবানন্দের ১২৫ বছরে আমরা বেশি করে গ্রামীণ উন্নয়নের ওপর জোর দিচ্ছি।





























































































































