মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিনে পরীক্ষা শুরুর আগেই ফের প্রশ্নফাঁসের অভিযোগ করলেন অভিভাবকরা। আজ, বৃহস্পতিবার বেলা ১২টা বাজার আগেই পশ্চিম মেদিনীপুরে হোয়াটসঅ্যাপে একটি প্রশ্ন ছড়িয়ে পড়ে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু এখনও প্রশ্নপত্রের প্যাকেট খোলা হয়নি, তাই হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া প্রশ্নপত্র আদৌ আসল কিনা তা বলা যাবে না। বিষয়টি খতিয়ে দেখছেন পর্যবেক্ষকরা।





























































































































