শহরে ফের চিকিৎসক নিগ্রহ। এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসককে চর মারার অভিযোগ উঠল মৃতার পরিজনদের বিরুদ্ধে। আজ, বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালে।
জানা গিয়েছে, গতকাল বুধবার শিশুর জন্ম দিয়েছিলেন এক তরুণী। সারাদিন সুস্থই ছিলেন তিনি। রাতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আজ সকালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে চড়াও হয় মৃতার পরিজনরা। প্রথমে হাসপাতাল কর্মীদের সঙ্গে বচসা বাধে। কর্তব্যরত চিকিৎসক তাদের নিরস্ত করতে গেলে এক ব্যক্তি তাঁকে চড় মারে বলে অভিযোগ। ধাক্কা মারা হয় বলেও অভিযোগ। ঘটনার জেরে হাসপাতালে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে হাসপাতালে যায় পুলিশ।




























































































































