বৈশাখীর সঙ্গে বৈঠক নয়, বিকাশ ভবন ছাড়লেন কলেজ- কর্তারা, বাদানুবাদ

0
6

মিল্লি আল আমিন কলেজ নিয়ে বৈঠক ডাকা হয়েছিল বিকাশ ভবনে। আর সেই বৈঠকে বৈশাখী বন্দ্যোপাধ্যায় ঢোকামাত্রই ঘর ছেড়ে বেরিয়ে গেলেন কলেজের পরিচালন সমিতির সদস্যরা। যাওয়ার সময় জানিয়ে গেলেন, “শিক্ষা দফতরের অফিসাররা বৈশাখীর সঙ্গে কথা বলে নিন, আমরা পরে আসবো”৷

কিন্তু তাঁরা আর ফেরেননি না৷ তাঁদের অপেক্ষায় অনেকক্ষণ বসে থাকার পর উত্তেজিত বৈশাখী
বিকাশ ভবন ছাড়ার আগে
শিক্ষা দফতরের এক অফিসারের সঙ্গে রীতিমতো ঝগড়া করে প্রশ্ন তোলেন, “আদৌ সমস্যার সমাধানের ইচ্ছা শিক্ষা দফতরের রয়েছে? নাকি লোকদেখানো বৈঠক ডাকা হচ্ছে?”
এ নিয়ে দু’তরফে কথা কাটাকাটিও হয়৷ এরপরই বৈশাখী বিকাশ ভবন ছেড়ে বেরিয়ে যান।
বৈশাখী বন্দ্যোপাধ্যায় পরে সংবাদমাধ্যমে বলেছেন, ‘‘আমি থাকলে পরিচালন সমিতির সদস্যরা বৈঠকে থাকবেন না, এটাই শর্ত হয়, তা হলে বৈঠকে আমাকে ডাকা হল কেন? সমস্যার সমাধান করার ইচ্ছা ওঁদের রয়েছে বলে আমার মনে হয় না”।
একইসঙ্গে বৈশাখী বলেন, ‘‘ওই কলেজে শিক্ষামন্ত্রীর
কর্তৃত্ব সীমিত কি না, সেটা শিক্ষামন্ত্রীই ভাল বলতে পারবেন। সমস্যার সমাধানে তাঁর ইচ্ছা বাস্তবেও রয়েছে কি না, তা-ও স্পষ্ট নয়।’’